আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন-সি.এ.এ এবং এনআরসি ইস্যুতে রাজধানী দিল্লিতে চলমান উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আলোচনা হয়নি এ বিষয়ে।
সি.এ.এ কার্যকরের পর প্রথমবারের মতো তাদের মধ্যে এ বৈঠক হলো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূবনেশ্বরে ২৪তম পূর্বাঞ্চল কাউন্সিল বৈঠকে মুখোমুখি হন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওড়িশা ও বিহারের মুখ্যমন্ত্রীও। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। আন্তঃরাজ্য নিরাপত্তা বৈঠকে একাধিক ইস্যুতে কথা হলেও সিএএ এবং এনআরসি ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মমতা।
এদিকে, দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করলেও গত কয়েকদিনের সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে সরকারকে নোটিশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
আরএম/