রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

মুজিববর্ষে মোদি এলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষে এলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভিপি নুরুল হক নুর।

বুধবার ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাম্প্রদায়িক মোদি সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা’ শিরোনামে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, মোদির হাতে গণ মানুষের রক্ত লেগে আছে। তিনি একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ। ২০০২ সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন শুধু রাজনৈতিক ফায়দা লুটতে মোদি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছিলেন। তাই এমন একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মানুষ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অতিথি হিসেবে আসলে দেশের মানুষকে অপমান করা হবে, বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক দলের নেতা নন। তিনি বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের নেতা। বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা। তাই এই মহান নেতার জন্মশতবার্ষিকীতে মোদির মতো মানুষ আসতে পারেন না। তারপরও যদি আসেন, তাহলে দেশের সাধারণ ছাত্ররা তা প্রতিহত করবে।

ভিপি নুর বলেন, মুজিব জন্মশতবার্ষিকীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জীসহ নোবেল বিজয়ী আরো অনেককে দাওয়াত দেয়া হয়েছে। এমন প্রগতিশীল ও অসম্প্রদায়িক ব্যক্তিদের তারা স্বাগত জানাবেন।

ডাকসু ভিপি বলেন, ‘ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তাদের এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে। তাই ভারতের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, শোষণের নীতি বাদ দিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, ফারুক হাসান, আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদ ঢাবি শাখা সভাপতি বিন ইয়ামিন মোল্লা, মশিউরসহ শতাধিক নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ