রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

দিল্লি সহিংসতার তীব্র নিন্দা জানালো ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে চলমান সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (ওআইসি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতি দিয়েছে ওআইসি।

বিবৃতিতে দিল্লিতে মসজিদ এবং মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাঙ্গচুরের নিন্দা এবং এই জঘন্য কাজগুলির শিকার পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করেছে সংস্থাটি।

https://twitter.com/OIC_OCI/status/1232935826499284993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232935826499284993&ref_url=https%3A%2F%2Finsaf24.com%2F%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%25b8%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25ae-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a7%2580-%25e0%25a6%25b8%25e0%25a6%25b9%2F

ভারত সরকারকে মুসলিম বিরোধী সহিংসতার জন্য প্ররোচিতকারী এবং অপরাধীদের বিচারের আওতায় আনা, মুসলিম নাগরিকের সুরক্ষা এবং সারা দেশে ইসলামি পবিত্র স্থানের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে ওআইসি।

এদিকে ওআইসির এমন বিবৃতির নিন্দা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার। তিনি বলেন, ভারতে মুসলিমদের উপর হিংসার যে অভিযোগ করেছে ওআইসি, তা দায়িত্বজ্ঞানহীন। দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে আর্জি জানাচ্ছি, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে গত তিনদিন ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই শতাধিক। হামলা চালানো হয়েছে বিভিন্ন ঘরবাড়ি ও দোকানপাটে।

পরিস্থিতি সামলাতে গোটা উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পুলিশ। দিল্লি-সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও ১৪৪ ধারা জারি হয়। নিয়ন্ত্রণ জারি করা হয় গাজিয়াবাদ-দিল্লির সীমানায় যাতায়াতের উপর। টানা বন্ধ দু’দিন উত্তর-পূর্ব দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন।

দিল্লি পুলিশ ১৮টি এফআইআর করেছে, গ্রেফতার করা হয়েছে ১০৬ জন।

দিল্লির প্রবীণরা বলছেন, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার পরে শহরে সংঘর্ষে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। বছর পাঁচেক আগেও পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল। কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি।

আরিনিউজ ডট টিভি ইংরেজি থেকে ওমর আলফারুকের অনুবাদ...

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ