রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল

প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মাইকে আজানের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ জার্সির পিটারসন সিটিতে নামাজের জন্য মাইকে  লাউডস্পিকারের মাধ্যমের আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা ইয়েনি সাফাক মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।

মসজিদে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়া হয়। লাউড স্পিকার বা মাইকের ব্যবহার করে আজান দেয়া মুসলিম দেশগুলিতে সাধারণ ব্যাপার হয়ে থাকলেও পশ্চিমা অনেক দেশের মসজিদগুলোতে সেটি নিষিদ্ধ।

মঙ্গলবার পিটারসন কাউন্সিল সকাল ৬ টা থেকে রাত ১০ টার ভেতর মাইক ব্যবহার করে আজান দেয়ার অনুমতি দিয়েছে। অবশ্য এবিষয়ে রাজ্যটির বাসিন্দাদের ভোট নেয়া হবে বলেও জানিয়েছেন পিটারসন মেয়র আন্দ্রে সায়েগ।

তিনি বলেন, মসজিদে আজানের বিষয়ে কাউন্সিলটি বিবেচনা করলেও এটি একটি সর্বজনীন আলোচনার বিষয়। আমি জনগণের কাছ থেকে সবাইকে এই আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে চাই। এ বিষয়ে সবার মতামত শোনা দরকার।

তিনি আরও বলেন, আমি ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু জনসাধারণের কাছে এ বিষয়ে জবাবদিহী চাইতে পারে তাই তাদের মতামতও শুনতে চাই।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিউ জার্সির একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে ইয়েনি সাফাক জানিয়েছে, মঙ্গলবার সিটি কাউন্সিল কর্তৃক মসজিদে মাইকে আজান দেয়া অনুমোদিত হলে আগামী মাসে আরও একটি অতিরিক্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পিটার্সনের বাসিন্দা জামাল আহমেদ ইয়েনি সাফাককে বলছিলেন, দিনের বেলা কাজে ব্যস্ত থাকি। নামাজের সময় হলে টের পাই না। তাই মাইজে আজানের মাধ্যমে মানুষদের নামাজের সময় স্বরণ করিয়ে দেয়া হলে ভাল হবে।

শহরটির মুসলিম বাসিন্দার মতে এটি গির্জার ঘন্টার মতোই। ‘যদি সেটার অনুমতি থাকে তাহলে অবশ্যই আজানের অনুমতি থাকতে হবে।

শহরটির আরেক বাসিন্দা ইসান অ্যালটন বলেছেন, আমি বিশ্বাস করি যে এটি মুসলিম সম্প্রদায়ের পক্ষে মঙ্গলজনক হবে।কারণ, শনিবার বা রোববারে লোকেরা গীর্জায় আহ্বানের জন্য ঘণ্টা বাজায়। যেটি কোনও সমস্যা মনে করা হয় না। অতএব মাইকে আজান দেয়ায় কোনও সমস্যা হওয়া উচিত নয়।

নিউজার্সির আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলের প্রতিনিধি মন্তব্য করে বলেছেন, আমরা এমন প্রশংসনীয় উদ্যোগ জন্য পিটারসনের কর্মকর্তাদের সাধুবাদ জানাই। এই ধরণের মুক্ত মনোভাব আমাদের বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের ভেতর শান্তি ও ভ্রাতিত্ব বজায় থাকবে।

এদিকে পিটারসনের বেশিরভাগ বাসিন্দা এই পরিবর্তনের পক্ষে রয়েছেন বলে জানিয়েছেন। তবে কেউ কেউ মন্তব্য বলছেন, সন্ধ্যা থেকে রাত এবং ভোরের দিকে আজানের শব্দে মানুষের সমস্যা হতে পারে।

ইয়ানি শাফাক থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ