আওয়ার ইসলাম: ট্রাম্পের ভারত সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সিএএ পন্থীদের মধ্যে সংঘর্ষ মারাত্মক রূপ নিয়েছে। এই সংঘর্ষের মধ্যেই দিল্লির একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেয়ার পর টানানো হয়েছে হনুমানের পতাকা।
গতকাল মঙ্গলবার দাঙ্গাবাজরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দিল্লির অশোক নগরের একটি মসজিদে আগুন লাগিয়ে দেয়। মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে লাগানো হয় হনুমানের ছবিসম্বলিত পতাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, পতাকা হাতে এক ব্যক্তি মিনার বেয়ে উঠছেন। তিনি লাথি মেরে মিনারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টা করছেন। মসজিদ কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়।
সরেজমিনে গিয়ে ভারতের গণমাধ্যমকর্মীরা দেখেছেন, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন। কিন্তু সেখানে কোনো পুলিশের উপস্থিতি নেই।
স্থানীয়রা বলেন, লুটপাটকারীরা স্থানীয় নন। এই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি মুসলিম পরিবার বসবাস করে। পুলিশ একবার এসে মুসলিম সম্প্রদায়ের লোকদের এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।
https://twitter.com/Shaheenbaghoff1/status/1232289754265214977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232289754265214977&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2Fworldnews%2F133289%2F%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A7%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25B8%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25A6%25E0%25A7%2587-%25E0%25A6%2586%25E0%25A6%2597%25E0%25A7%2581%25E0%25A6%25A8-%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587-%25E0%25A6%25B9%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BE
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে।এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।