রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল

চরমোনাই পীরের বয়ানে শুরু ফাল্গুনের মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

আজ বুধবার বাদ জোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইয়ের ফাল্গুনের মাহফিল শুরু হয়েছে। টানা তিন দিন পর্যন্ত এ মাহফিল চলবে।

বরিশালের ঐতিহাসিক কীর্তনখোলার ময়দানে এ মাহফিল উপলক্ষ্যে সমবেত হয়েছেন লক্ষ লক্ষ জাকেরিন-শাকেরিন ও আল্লাহ ওয়ালাদের বিশাল জামাত।

প্রায় লক্ষ লক্ষ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে কীর্তনখোলার এই ময়দান। ময়দানের সামিয়ানার ভেতরে-বাইরে ছোটছোট জামাতে চলছে ‘লা ইলাহা ইল্লাহর’ জিকির।

উদ্বোধনী বয়ানে দেশ ও জাতির শান্তি কামনা করে পীর সাহেব চরমোনাই বলেন, সার্বক্ষণিক জিকিরে-ফিকিরে আল্লাহকে স্মরণ করে এ মহতি মাহফিলে অবস্থান করতে হবে। দিলকে আল্লাহমুখী করতে হবে। আল্লাহর সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। কলবে আল্লাহর জিকির ধারণ করতে হবে। দুনিয়ার আরাম-আয়েশ ভুলে গিয়ে জিকির এবং ঈমানের সঙ্গে চলাফেরা করলে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব বলে স্মরণ করিয়ে দেন তিনি।

তিনি মাহফিলে আগত সবাইকে অত্যন্ত জোর দিয়ে বলেন,‘চরমোনাই ময়দানে আসার আগে সবাই নিজ নিজ নিয়তকে ঠিক করে নিতে হবে, এখানে ধনী হওয়ার জন্য অথবা অর্থবিত্ত কামাই করার জন্য আসার নিয়ত না করার অনুরোধ করে তিনি তিনি বলেন এখানে কেবল আল্লাহকে রাজি-খুশি করার জন্য আসতে হবে”।

আগামী শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাল্গুনের এ বার্ষিক মাহফিল।

চরমোনাই ময়দানের ৩ দিনব্যাপী এ দ্বীনি মাহফিলের থাকবে ৭টি বিশেষ বয়ান। ৫টি বয়ান পেশ করবেন হজরত পীর সাহেব চরমোনাই আর বাকি ২টি বয়ান পেশ করবেন পীরজাদা মুফতি ফয়জুল করীম।

এ ছাড়া এ মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত মেহমান, ওলামা-মাশায়েখগণ দ্বীন ও ঈমানি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিলের তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে এ ইসলামি শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের আলাদা আলাদা সমাবেশ অনুষ্ঠিত হবে।

চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে কীর্তণখোলা নদীর তীরে প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের জন্য অজু-গোসল ও জামাতে নামাজ আদায়ের সব ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার চরমোনাই দরবারে কয়েক লাখ মুসুল্লি একসঙ্গে জুমআর নামাজ আদায় করবেন। এটি হবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ জুমআর জামাত। এ জুমআর জামাতের খুতবা প্রদান এবং ইমামতি করবেন পীর সাহেব চরমোনাই।

আগামী শনিবার বাদ ফজর হেদায়েতি বয়ানের মাধ্যমে শেষ হবে চরমোনাইর ফাল্গুনের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ