রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

শহিদ দিবসের ব্যানারে ভাষাসৈনিকের বদলে বীরশ্রেষ্ঠদের ছবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে ভাষা শহিদদের পরিবর্তে একাত্তরের শহিদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে। তবে পরে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়ে নেয়া হয়।

ব্যানারে সাত বীর শ্রেষ্ঠকে ভাষা শহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যানারে বীর শ্রেষ্ঠদের ছবি নিচের লেখা রয়েছে, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা’। তার নিচে লেখা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রয়েছে মুজিববর্ষ ও ডিএমপির লোগোও।

আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারের ছবিটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছবির মন্তব্যে রিয়াজুল ইসলাম নামে একজন লিখেছেন, ব্যানারে কয়েকজন ভাষা সৈনিকের ছবি ব্যবহার করতে পারতো। কিন্তু বীর শ্রেষ্ঠদের ছবি কেন ব্যবহার করা হলো সেটা বুঝতে পারলাম না।

আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, তারা (ডিএমপি) মাতৃভাষা দিবসের জন্য একটা ব্যানার বানালো অথচ বীর শ্রেষ্ঠ আর ভাষা সৈনিকদের মধ্যে পার্থক্যই বুঝে না।

শাশ্বত সত্য নামে একজন লেখেন, পুলিশের মতো সংস্থার কাছ থেকে এমন ভুল সত্যিই দুঃখজনক। তবে কেউ ইচ্ছাকৃত এমন কাজ করেছেন কিনা সেটাও ডিএমপির খুঁজে দেখা উচিৎ।

ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ডিএমপি ব্যানারটি সরিয়েছে। তবে রাজধানীর রমনা এলাকায় ‘ভুল’ ছবি ব্যবহার করে ব্যানারটি কীভাবে টানানো হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান বলেন, ব্যানারটি ভুল করে টানানো হয়েছিল। কীভাবে এমন একটা বড় ভুল হলো তা আমরা খতিয়ে দেখব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ