রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

ইরানে করেনাভাইরাসের আঘাত: দুই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ইরানে মারাত্মক করোনভাইরাস প্রাদুর্ভাব রোধ করতে দুটি কেন্দ্রীয় শহরে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কেন্দ্র বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি আজ শনিবার জানিয়েছে, আগামীকাল রোববার থেকে কোম ও আরাক নামক দুইটি শহরের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। জানা যায়, এ দুটি শহরেেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন। পরবর্তি ঘোষণা পর্যন্ত এক সপ্তাহ বন্ধ ঘোষণা করেছে সরকার।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে দুই নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ভাইরাসটিতে ইরানের চার জনের মৃত্যু হলো।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসে ইরানে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৩ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে, আর আক্রান্তের সংখ্যা ১৮ জনে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর জানান, করোনা ভাইরাসে নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। আর দুর্ভাগ্যবশত দুইজন মারা গেছেন।
তবে তাদের বিস্তারিত পরিচয় বা বয়স জানানো হয়নি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার দুই বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাষ্ট্রীয় টিভির বরাতে জানা যায়, শুক্রবার রাজধানী তেহরানের ১৩টি জেলার মেয়র মুর্তজা রহমানজাদেহকে করোনভাইরাস লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ