রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল

খালেদা জিয়ার বন্দীদশা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার বন্দীদশা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য ও তাকে মুক্ত করা নিয়ে বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতাদের মধ্যেই মতভেদ রয়েছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেই এবং তার অসুস্থতাকে পুঁজি করেই তারা রাজনীতিটা করতে চায়। তারা বেগম জিয়ার মঙ্গল চায় না।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ‘মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি প্যারোলে মুক্তি নিয়ে কোনো কথা বলেননি। খালেদা জিয়ার পরিবার বলছে, বেগম জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে’।

মির্জা ফখরুলের বিভিন্ন মন্তব্য তুলে ধরে বলেন, একবার তিনি বলেন আইনের মাধ্যমে মুক্তি লাভ করতে চান। আবার বলছেন, আন্দোলনের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির এ মতভেদ স্পষ্ট বোঝাচ্ছে বিএনপি খালেদা জিয়ার মুক্তি তারা চায় না। বরং এ নিয়ে রাজনীতি করতে তারা বেশি স্বাচ্ছন্দবোধ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ