রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

বইমেলায় আসছে মাহমুদ তাশফীনের নতুন বই 'স্বপ্নের চেয়েও বড়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় আসছে মেধাবী তরুণ আলেম মাহমুদ তাশফীনের নতুন বই ‘স্বপ্নের চেয়েও বড়’। মোটিভেশনমূলক বইটি বাজারে আনছে প্রকাশনা প্রতিষ্ঠান সওগাত। প্রচ্ছদ করেছেন কবি সুলাইমান সাদী। বইটির মূল্য ধরা হয়েছে ১৪৬ টাকা।

লেখক মাহমুদ হাসান তাশফীন কওমি মাদরাসা পড়ুয়া তরুণ আলেম। কর্মচঞ্চল ও বিনয়ী। লেখক ও সাংবাদিক শাকের হোসাইন শিবলি সাহেবের তত্ত্বাবধানে প্রথম বই প্রকাশ। প্রকাশিত বই, নির্বাচিত বয়ান ও হিরো মোতি পান্না (অনূদিত)। তার অনুবাদ বোদ্ধামহলে প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়াও 'মারইয়াম' নামে একটি সাময়িকীর সম্পাদনা করছেন।

প্রকাশিতব্য ‘স্বপ্নের চেয়েও বড়’ বইটি নিয়ে সাহিত্য সংগঠন বাংলাবাড়ির পরিচালক ইশতিয়াক সিদ্দিকী বলেন, অশান্ত, বর্বর ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ এ পৃথিবীতে সবাই সুখ চায়, শান্তি চায়। হাজারো কষ্ট-ক্লে শ ও পেরেশানীর পরও মানুষ চায় একমুঠো সুখ। একটু আরাম। একটু বিশ্রাম।

গ্রাম-শহর-দেশ সবকিছুই এখন উন্নত হচ্ছে। উন্নতি-অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু সভ্যতা-সংস্কৃতির দ্রুত প্রচার-প্রসারের এ সময়েও মানুষ দিন-দিন মানবিক ও আত্মিক দিক দিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ জীবন-যাপন অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছে। যেখানে সবচে' সুখের সময় উপভোগ করার কথা ছিলো, সেখানে উল্টো অশান্ত পরিবেশ দেখা যাচ্ছে। মানুষ তার স্রষ্টা কর্তৃক নির্দেশিত পথ না জেনে, না মেনে ও না চলে সেই কথিত শান্তির কুয়াশাচ্ছান্ন পথে দৌঁড়াচ্ছে।

শান্তি ও সুখের আশায় সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে। মোটিভেশন স্পীকারবৃন্দ পরিবর্তনের আলো দেখাচ্ছেন। মানুষ সাময়ীক তৃপ্ত হচ্ছে। উজ্জীবিত হচ্ছে। কিন্তু যেসব মোটিভেশন স্পীকারের মাধ্যমে বিত্তবানরা সুখ খোঁজে, দিনশেষে দেখা যায় খোদ মোটিভেশন স্পিকারগণ অসুখী। সকল পেরেশানী সমাধানকারী মনোবিজ্ঞানীরাও মনোরোগো আক্রান্ত। কারণ প্রকৃত মোটিভেশন থেকে সবাই দূরে। সবাই সুখের উৎসধারা থেকে সরে গিছয়ে মরীচিকায় সুখ তালাশ করছে।

অথচ পবিত্র কুরআন-হাদীস ও আধ্যাত্মিক মনীষীদের নির্দেশনাই প্রকৃত মোটিভেশন। সুখের ঝর্ণধারা। যে ঝর্ণাধারা শতাব্দী থেকে শতাব্দীকাল ধরে মানুষের আত্মিক প্রশান্তিদান এবং তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণে চেষ্টা করে যাচ্ছে।

তরুণ মেধাবী আলেম, মাহমুদ তাশফীন স্রোতের বিপরীতে হেঁটে গৎবাধা নিয়মের বাইরে গিয়ে সে কাজটি করতে চেয়েছেন। প্রচলিত মোটিভেশনের পাশাপাশি প্রকৃত মোটিভেশন, সুখ ও সফলতার চাবিকাঠি তুলে ধরেছেন বইয়ের পাতায় পাতায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ