সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

প্রধান শিক্ষক ১১, সহকারি শিক্ষক ১৩তম গ্রেড অনুমোদনের চিঠি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১১ এবং সহকারি শিক্ষক ১৩তম গ্রেডের অর্থমন্ত্রণালয় থেকে অনুমোদনের চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকের শিক্ষকরা এই চিঠিটি বিভিন্ন গ্রুপেও শেয়ার করছেন।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেমও তার নিজস্ব ফেসবুকেও চিঠিটি শেয়ার করেছেন। পোস্ট করা চিঠিটির ছবির রেজুলেশন কম থাকায় চিঠির ভাষা কিংবা বাক্য অসষ্পষ্ট।

আবুল কাশেম তার নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাসে দাবি করেছেন এটি অর্থমন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক শিক্ষকদের গ্রেড অনুমোদন সংক্রান্ত চিঠি।

আবুল কাশেম স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নিম্নের চিঠিটি অর্থ মন্ত্রনালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিটি অস্পষ্ট।

এখানে লেখা আছে প্রধান শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১১ তম গ্রেড ও সহকারি শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১৩ তম গ্রেডে উন্নীত। আরো লেখা আছে সহকারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তাব পাঠানো হলে তাদের গ্রেড জানানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষথেকে এ চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ম গ্রেড চাই এবং এ দাবী বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা এ বিষয়ে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাল্লাহ্।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ