রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

রাজধানীতে রেস্তোঁরা থেকে ‘ক্যাসিনো’র সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরার একটি রেস্তোঁরায় অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এক চীনা নাগরিক পরিচালিত এক রোস্তোঁরা থেকে দুটি ইলেক্ট্রিক গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন অধিদপ্তরের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরে ‘হবনব’ নামের কফি হাউজ ও রেস্তোঁরার মালিক চীনা নাগরিক কেন্ট। এ কফি হাউজে অবৈধভাবে দুইটি গ্যাম্বলিং মেশিন দিয়ে জুয়া খেলা চলত। দেশের বিভিন্ন স্থানে অভিযান চলায় এ মেশিন দুইটি সরিয়ে রাখা হয়েছিল। কয়েকদিন আগে রাজধানীর বনানীর একটি হোটেল থেকে একই ধরনের আরেকটি মেশিন উদ্ধার করা হয়েছে বলে জানান মামুন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে দেখা যায়, নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি কোম্পানি ২০১৮ সনের জুলাই মাসে চায়না থেকে এই ক্যাসিনো মেশিন আমদানি করে। ২০টি কার্টুনে ৭ সেট মাহাজং মেশিন আনা হয়। এই মেশিনগুলো ওই কোম্পানি বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট ও ব্যক্তি মালিকানায় বিক্রি করে।

মেশিনগুলো আমদানিতে আন্ডার ইনভয়েসিং করে বিপুল পরিমান শুল্ক ফাঁকি দেয়া হয়েছে বলেও জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহা. শহীদুল ইসলাম। তিনি বলেন, মেশিনগুলোর মূল্য ৪৭ হাজার ৮১৫ টাকা ঘোষণা দিয়ে পণ্যচালান খালাস করেছে নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল।

কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এ ধরনের প্রতিটি ইলেক্ট্রিক মেশিনের আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকা। সে মোতাবেক ৭ সেট মেশিনের মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। এই হিসেবে এই সাতটি মেশিনের মূল্য আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক করাদির পরিমান দাঁড়ায় আরও ১০ লাখ ২৫ হাজার টাকা। কিন্তু ওই কোম্পানি আমদানি পর্যায়ে মিথ্যা ঘোষণা দিয়ে ৯ লাখ ৯৬ হাজার টাকা শুল্ককর ফাঁকি দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ