শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও ৫০ নাশকতা মামলার আসামি শেখ নুরুল হুদাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুজিবর রহমানের ছেলে।

তার স্ত্রী পপি বেগম জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ শেখ নুরুল হুদাকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই নাসিরউদ্দীন শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর নুরুল হুদাকে আটক করা হয়েছে। নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে কমপক্ষে ৪০-৫০টি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ