শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কুমিল্লায় বাসচাপায় ঢাবি কর্মচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মুসা কলিমুল্লাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।

গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মুসা কলিমুল্লাহ (৫৫) জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলিমুল্লাহ রোববার সকালে কর্মস্থল ঢাবিতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে পদুয়ারবাজার স্টেশনে যান। সেখানে ঢাকার বাসে উঠার জন্য মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় ওভারব্রিজ থাকা সত্ত্বেও নিহত কলিমুল্লাহ বেআইনিভাবে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় নিহত হন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ