শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


একদিনে হাসপাতালে ১১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫ মাসের শিশু জারিফ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জারিফ মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৭৯জন।

চিকিৎসকরা আরো জানান, ডেঙ্গু জ্বর নিয়ে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জারিফের শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেলে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যায় মারা যায় জারিফ।

ঢাকা মেডিকেলে এখনও ডেঙ্গু আক্রান্ত ৫৬৩ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৮৫জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেন পরিচালক বলছেন, মানুষ সচেতন হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। একই সাথে ডেঙ্গু আক্রান্ত জটিল রোগীর সংখ্যাও কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ