শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে ১ বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন শেওড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে। তার পরনে ছিল ছাই রংয়ের টাউজার ও কালো হাফ হাতা গেঞ্জি।

রেলওয়ে থানার সহকারী এএসআই মুহা. দেলোয়ার হোসেন বেলা পৌনে ১১টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান।

তিনি বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে অসাবধানতাবশত ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাই। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ