বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


নবাবগঞ্জে মাইক্রোর ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কা লেগে মহাদেব (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা নবদীপ তালুকদার (৬৫) মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা বড় ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মহাদেব ওই এলাকার বেনি মাধবের ছেলে এবং নবদীপ তালুকদারও একই এলাকার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে মহাদেব বাড়ি থেকে বের হয়ে চন্দ্রখোলা রাস্তায় এসে দাঁড়ান। এ সময় নবদীপ তালুকদারও তার সঙ্গে ছিলেন। হঠাৎ ঢাকা থেকে দোহারের মৈনটঘাটের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। তারা ছিটকে পড়েন এবং গাড়িটিও খাদে পড়ে যায়।

ঘটনার পর আহত দুজনের মধ্যে মহাদেবের অবস্থা খুব খারাপ দেখে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবদীপ তালুকদার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজী নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ