বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


আজই বিশেষ বিমানে আসছে মশা নিধনের ওষুধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা নিধনের বিদেশি ওষুধের নমুনা আজই বিশেষ বিমানে করে দেশে আসছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ চলাকালীন হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চকে আইনজীবীরা আরও জানান, বিদেশ থেকে আনা এই নমুনা ওষুধের কার্যকারিতার প্রাথমিক পরীক্ষা মহাখালীর একটি ল্যাবরেটরিতে চালানো হবে।

এদিন আদালতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

এর আগে গত ২৫ জুলাই এডিস মশা নিধনে কার্যকর ওষুধের ডোজ বাড়াতে ঢাকার দুই সিটিকে ৩০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। নির্ধারিত সময় পর এ বিষয়ে অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ