বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


বরিশালে স’ মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকায় স’ মিলের করাতে গলা কেটে রানা সিকদার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার বেলা ১২টার দিকে ওই এলাকার শহিদ খানের ভাড়া স’ মিলে দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত রানা উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হানিফ সিকদারের ছেলে। মিলটি নগরীর কেডিসি কলোনীর বাসিন্দা জয়নাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার পরিচালনা করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স’ মিলে কাজ করছিলেন রানা। বেলা ১২টার দিকে গাছ চেরাই করার সময় পিছলে করাতের উপর পরে যায় সে। এতে তার গলার বেশীরভাগ অংশ কেটে গেলে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ