রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

বিনামূল্যে ইমাম প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: ২০ বছর থেকে ৫০ বছর বয়সী ইমাম, সহকারী ইমাম ও মুয়াজ্জিনদের ৪৫ দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমী। একাডেমীর পরিচালক মুহাম্মদ জালাল আহমদ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রশিক্ষনের তথ্য জানা গেছে।

আবেদনকারীর যোগ্যতা : এ প্রশিক্ষণে ইমাম, সহকারী ইমাম ও মুয়াজ্জিনরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীকে ন্যূনতম দাখিল অথবা সমমান মাদরাসা পরীক্ষায় পাস হতে হবে। হাফেজ ও কারিদের বাংলা ভাষায় ভালো জ্ঞান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে: আবেদনকারীকে ইসলামিক ফাউন্ডেশনের নিজ জেলার কার্যালয়ে ২৫ জুলাইয়ের মধ্যে নিজ হাতে লিখিত আবেদনত্র দাখিল করতে হবে। ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।  ২৮ জুলাই ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে।

১৯ আগস্ট ইমাম প্রশিক্ষণ একাডেমির চূড়ান্ত বাছাই শেষে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুর কেন্দ্রে ভর্তি হতে হবে।

আবেদন করতে সঙ্গে রাখুন: ভর্তির সময় ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরবরাহকৃত ফরমে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির পক্ষে প্রদত্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

চূড়ান্ত বাছাইয়ের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, সনদ না পেয়ে থাকলে নিজ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মূল প্রশংসাপত্র কমিটির নিকট উপস্থাপন করতে হবে।

বিভাগীয় অথবা জেলা কার্যালয় কর্তৃক ইমামতিতে নিয়োজিত আছেন তা নিশ্চিত হয়ে প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পর চূড়ান্ত বাছাই হওয়া সাপেক্ষে মসজিদ কর্তৃপক্ষের কাছ ৪৫ দিনের ছুটির প্রমাণপত্র দাখিল করতে হবে।

প্রশিক্ষণ চলাকালে হোস্টেল অবস্থান হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইমামদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে।

এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সংশ্লিষ্ট ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে চূড়ান্ত ভর্তির সময় দিতে হবে।

ইমাম প্রশিক্ষণ একাডেমীর কোনো কেন্দ্র সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিলযোগ্য। মৌসুম উপযোগী প্রয়োজনীয় পোষাক ও মশারীসহ বিঙ্গানাপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

সম্পূর্ণ বিনামূল্যে: বিনামূল্যে ভর্তির ফরম সরবরাহ করা হয় এবং ভর্তি হওয়ার জন্য কোনো ফি বা বিনিময় দিতে হয় না। তবে ইমামদের কল্যাণে গঠিত ইমাম ও মুয়াজ্জিন কলাণ ট্রাস্টে মাসিক ১০ টাকা ফি দিয়ে ট্রাস্টের (কমপক্ষে ৬ মাস) সদস্য হতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ