বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

‘৬০ হাজার নারী জাতিসংঘের কর্মী দ্বারা ধর্ষণের শিকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের কর্মীদের দ্বারা বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬০ হাজারেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সংস্থাটিরই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাসেলিওড। বিগত এক দশকে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়, গত বছর এ বিষয়ক একটি প্রতিবেদন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী প্রিতি পাটেলের হাতে তুলে দেন ম্যাসেলিওড।

প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় এই সংস্থায় প্রায় ৩৩০০ শিশু নিপীড়কও কর্মরত আছেন। তারা বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের ধর্ষণ করতেই দাতা সংস্থাগুলোতে চাকরি নেওয়ার চেষ্টা করেন। প্রায় ২০ বছর ধরে এমন তথ্য গোপন করে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তার সবার সামনে উন্মোচিত হলো।

দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাসেলিওড বলেন, জাতিসংঘের বিরুদ্ধে যৌন নিপীড়েনের অভিযোগের মাত্রা ক্যাথলিক গির্জাগুলোর বিশালত্বের মতোই।

তিনি বলেন, ‘সারাবিশ্বে হাজার হাজার ত্রাণকর্মী কাজ করছেন যারা আদতে শিশু নিপীড়ক। আপনি যদি ইউনিসেফের টি-শার্ট পড়া থাকেন, তবে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার উদ্দেশ্য কী?

ম্যাসেলিওড বলেন, ‘তখন আপনি যা খুশি করতে পারবেন। আর এ বিষয়টি সারা পৃথিবীতেই ঘটছে। এটা আসলে ব্যবস্থাপনার দুর্বলতা। অনেক আগেই এটা বন্ধ করা উচিত ছিল।

প্রসঙ্গত, জাতিসংঘের ত্রাণ বিভাগের কর্মকর্তা হিসেবে বলকান দেশগুলা, রুয়ান্ডা এবং পাকিস্তানে দায়িত্ব পালন করেছেন ম্যাসেলিওড। জাতিসংঘের জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে তিনি ত্রাণকর্মীদের ওপর কড়াকড়ি আরোপের জন্য প্রচারণা চালাচ্ছেন এবং তাদের মধ্যে নিপীড়কদের বিচারের আওতায় আনার চেষ্টা করছেন। তিনি চান এই লড়াইয়ে যেন যুক্তরাজ্য নেতৃত্ব দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ