মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

সারা দুনিয়ায় দুর্নীতি: ওবায়েদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু বাংলাদেশেই দুর্নীতি হয় তা কিন্তু নয়। সারা দুনিয়াতেই দুর্নীতি আছে।

বাংলাদেশ একসময় টানা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ এত বড় দল। কেন্দ্রের একজন নেতার বিরুদ্ধে বা নতুন মন্ত্রিসভার কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারেনি।

আজ শনিবার (২১ জুন) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। দলটি তাদের গঠনতন্ত্র থেকে ৭ নম্বর ধারা বাদ দিয়ে সেটি প্রমাণ করেছে। তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে করুক। আন্দোলন তো ১০ বছর ধরেই দেখছি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭০ বছর উপলক্ষে সব আয়োজন শেষ হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে।

ঢাকা থেকে শুরু করে প্রতিটি উপজেলায় সাজসজ্জা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশিদের চোখে একসময় বাংলাদেশ ছিল তলাবিহীন ঝুড়ি, গলিত লাশ ও অভাবের দেশ। শেখ হাসিনা সেই দেশকে কোথায় নিয়ে গেছেন। এখন সারা দুনিয়ায় বাংলাদেশের প্রশংসা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ