মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

'নারীকে বিব্রত করলে তার জীবন উত্তপ্ত করে দেব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে যোগদান করা নতুন পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরন্নবী বলেছেন, জেলায় কোনো নারীকে কেউ যদি বিব্রত করে বা করার চেষ্টা করে আমি তার জীবন উত্তপ্ত করে দেব। পুলিশের নিয়োগে যদি কেউ লেনদেন করে, সে যেই হোক ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে সরাসরি জেলে পাঠিয়ে দেব।

আজ শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন।

মাদকের আখড়া, সেবনকারী ও ব্যবসায়ীদের ব্যাপারে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের কথা উল্লেখ করে নবাগত এসপি বলেন, অল্প সময়ের মধ্যে মাদক নির্মূল করা হবে এবং আগামী এক মাসের মধ্যে ফেনীর মলম পার্টি নির্মূল করে দেয়া হবে।

ছিনতাই, চাঁদাবাজি বন্ধে বিটপুলিশিং ব্যবস্থা চালু করা হবে। ফেনীতে পুলিশে যে নিয়োগ করা হবে, তাতে যদি কেউ লেনদেন করে, সে যেই হোক তাকে ধরামাত্র জেলে পাঠানো হবে।

এ সময় দুর্নীতিমুক্ত শান্তিময় ফেনী গড়ার ঘোষণা দিয়ে ফেনীতে পুলিশে কোনো বদলি বাণিজ্য হবে না বলে নিশ্চয়তা দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঐক্য শিং, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পরশুরাম-ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

উল্লেখ্য, ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন খোন্দকার নুরুন্নবী। গত মঙ্গলবার ফেনীতে পুলিশ সুপার হিসেবে যোগ দেন।ৎ

নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় তৎকালীন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহারের পর থেকে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ