রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

ইমরান খানের বিতর্কিত বক্তব্য, পাকিস্তানজুড়ে নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও সাধারণ জনতার তোপের মুখে পড়েছে দেশটির প্রেসিডেন্ট ইমরান খান।জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইসলামের প্রথম দুই যুদ্ধ বদর ও ওহুদ যুদ্ধের বিশ্লেষণ করতে গিয়ে রাসুল সা. ও সাহাবাদের বিষয়ে একটি ভুল তথ্য উপস্থাপন করায় দেশব্যাপী সমালোচিত হচ্ছেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে কথা প্রসঙ্গে ইমরান বলেন,বদরযুদ্ধে রাসূলের সা. সঙ্গে মাত্র ৩১৩ জন সাহাবী অংশ নেন। অন্য সাহাবীরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি। ওহুদ যুদ্ধ নিয়ে বলেন, ওহুদ যুদ্ধে সাহাবারা রাসূলের সা. আদেশ সত্বেও পাহারার স্থান থেকে সরে যান। এ কারণে ওহুদ যুদ্ধে বিপর্যয় নেমে এসেছিল।

https://www.facebook.com/sharif.muhammad.75/videos/2456158371116681/

ইমরানের এ বক্তব্যে দেশটির শীর্ষস্থানীয় আলেমরা ইমরানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। রাসূল সা. ও সাহাবাদের নিয়ে ভুল বক্তব্য দেয়ায় সোশ্যাল মিডিয়ায়ও ট্রলের স্বীকার হচ্ছেন ইমরান।

পাকিস্তানের বিশিষ্ট আলেমে ও ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি তার এক টুইটে ইমরান খানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে লেখেন, ওহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর টিলার দিক থেকে সরে যাওয়া ছিল একটি এজতেহাদী ভুল। এই ভুলের জন্যে তাদেরকে নাফরমান বলা এবং তাদের শানে লুটতরাজের শব্দ ব্যবহার করা চরম বেআদবী।

https://twitter.com/muftitaqiusmani/status/1138775545397821441

৩১৩ জন সাহাবী ছাড়া অন্যরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি ইমরানের এ বক্তব্যকে চরম মূর্খতা বলেছেন পাকিস্তানের শীর্ষ এ আলেম।  তিনি বলেন, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম ৩১৩জন ছাড়া সবাই ভয় পেয়ে গিয়েছিলেন- প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য চরম মূর্খতা প্রসূত।

https://twitter.com/muftitaqiusmani/status/1138774221096718338

মুফতি তাকি উসমানি আরও লেখেন, ‘বরং প্রকৃত ঘটনা হল, হযরত কাব র. বলেন, বদর যুদ্ধের সিদ্ধান্ত এত দ্রুততার সাথে হয়েছে যে অনেক সাহাবী যুদ্ধের কথা জানতেই পারেননি।

ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের আরেক আলেম ও কলামিস্ট মাওলানা যাহেদ রাশেদী বলেছেন, ইমরান খান ইসলামি ইতিহাস সম্পর্কে খুবই কম জানেন। সাহাবায়ে কেরাম ও বদর-ওহুদ যুদ্ধ সম্পর্কে তার বক্তব্য সেই কথারই প্রমাণ বহন করে।  পাশ্চাত্য ইতিহাসের সূত্রে তার বক্তব্যে এমন ভুল হয়েছে বলে জানান রাশেদী।

https://www.facebook.com/mufakireislam/videos/2451373665090892/

 

এদিকে,পাকিস্তানের ওলামা কাউন্সিলের নেতা হাফিজ মোহাম্মদ তাহির মাহমুদ আশরাফী ইমরান খানকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান।

[caption id="" align="alignnone" width="556"] পাকিস্তানের ওলামা কাউন্সিলের নেতা হাফিজ মোহাম্মদ তাহির মাহমুদ আশরাফী[/caption]

তিনি বলেন, বদর ও ওহুদ যুদ্ধ সম্পর্কে ইমরান খান মিথ্যাচার করেছেন। জাতির উদ্দেশে তাকে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য স্পষ্ট করতে হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ