মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
লুৎফুজ্জামান বাবরের পেশা ব্যবসা, নগদ টাকা ১৩ কোটি ২১ লাখ উপদেষ্টা আসিফ নজরুলকে শায়খ আহমাদুল্লাহর ধন্যবাদ এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা ‘কলঙ্কিত নির্বাচনের দুঃসহ স্মৃতি মুছতে প্রশাসনের সংস্কার দৃশ্যমান হতে হবে’ গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমাপ্রার্থী মঞ্জু চতুর্থ দিনে বৈধতা পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু

মক্কার হাসপাতালে মাওলানা মুহা. ছফিউল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া্র ইসলাম: সৌদি আরবে ওমরা পালনে গিয়ে বিশিষ্ট বাংলাদেশী আলেম মাওলানা মুহা. ছফিউল্লাহ ৬৫ বছর বয়সে মক্কার একটি হসপিটালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশের সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে মক্কার কিং আবদুল্লাহ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের জামাতা লেখক মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৬ জুন ওমরার বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হসপিটালে ভর্তির পরপরই তার হার্টে ২টি রিং বসানো হয়। আরও একটি রিং বসাতে হবে বলেও ডাক্তাররা জানিয়েছিলেন।

অসুস্থ মাওলানা মুহা. ছফিউল্লাহ কুমিল্লার একজন জনপ্রিয় আলেম। তিনি কুমিল্লা জেলার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাজার শাহী জামে মসজিদের খতিব। সারাদেশে তার হাজার হাজার ছাত্র ও ভক্তবৃন্দও রয়েছে। একজন ভালো বক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে।

মৃত্যুর সময় তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে যান। মক্কা মুকাররমায় তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২০ মে স্ত্রীকে নিয়ে ওমরা পালন করতে পবিত্র মক্কা মুকাররামায় গমন করেন। এরপর তিনি মদিনায় গিয়ে মহানবি সা-এর রওজা মুবারক জিয়ারত করেন। দ্বিতীয়বার মক্কায় আগমন করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এলাকাবাসী জানান, মাওলানা মুহা. ছফিউল্লাহ খুবই সদালাপী ও ভালো একজন আলেম। তিনি কুমিল্লা জেলায় দীর্ঘদিন যাবত ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ