সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

ইবির বন্ধ হলে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালসহ কয়েকটি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছুটি শুরু হয়েছে গতকাল থেকে।

সোমবার (২৭ মে) সকাল ১০টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো মোট ১৭ দিন বন্ধ থাকবে বলে প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা গেছে।

ছুটিতে হল বন্ধ থাকায় হলে থাকা শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। ছুটিতে বাড়তি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় প্রতিবার বাড়তি নিরাপত্তার ঘোষণা দিলেও বিভিন্ন হলের জানালার গ্রিল কেটে, তালা ভেঙে শিক্ষার্থীদের কক্ষ থেকে মূল্যবান জিনিসপত্রসহ ব্যবহার্য জিনিসপত্র খোয়া যাচ্ছে।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষ হয়েছে। গতকাল সোমবার থেকে আবাসিক হলসমূহ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ছুটি শেষে ১৩ জুন সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।

১৫ জুন প্রশাসনিক এবং ১৬ জুন থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম চালু হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।

নিরাপত্তার বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, হল বন্ধ থাকায় হলের নিরাপত্তা জোরদার করা হবে। সার্বিক দিক বিবেচনা করে আমরা হলের সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ