শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


মহানবী সা. কে কটুক্তি: হাবিবুর রহমান রিজভী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বয়ানে হযরত মুহাম্মদ সা. কে কটুক্তির অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে হাবিবুর রহমান হাবিব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

রোববার বিকেলে কটিয়াদী পৌর-সদরের গেঞ্জিপট্টি মার্কেট থেকে তাকে আটক করা হয়। হাবিবুর রহমান হাবিব সদরের কটিয়াদী পৌর সদরের বেইথর গোয়াতলা গ্রামের মৃত রবিউল্লাহর ছেলে।

জানা যায়, হাবিবুর রহমান রিজভীর বয়ানের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় জনতা আটক করে পুলিশকে খবর দিলে কটিয়াদী পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার হাবিবুর রহমান হাবিব ফেসবুকে হযরত মুহাম্মদ সা. সম্পর্কে বাজে মন্তব্য করে বয়ান করেন।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে কটিয়াদী থানা হেফাজতে রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ