শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাট রামপালে  নির্মাণাধীন তাপ-বিদ্যুৎকেন্দ্রে লোহার কনটেইনারচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ রোববার রামপাল থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি লোহার কনটেইনার কাত হয়ে কর্মরত শ্রমিকদের ওপর পড়লে এ নিহতের ঘটনা ঘটে বলে জানান ওসি লুৎফররহমান।

নিহত শ্রমিকরা হলেন,  নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজর (৪৯)। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামের বাসিন্দা দুজন।  আহতের নাম সোহানুর রহমান।

রামপাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের উপপ্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসি লুৎফর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ