আওয়ার ইসলাম: ইসলাম গ্রহণকারী ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন বলেছেন, ‘ইসলাম ধর্মের কোনও সমস্যা নেই, তবে অনেকে এর বিকৃত ব্যাখ্যা দিয়ে ভুল তথ্য ছড়ান। ইসলামকে দোষারোপ করেন। বাকি জীবন ভালবাসা দিয়ে ইসলামের ব্যাখ্যা করবো।’
ইসলাম গ্রহণ করার ব্যাপারে সংবাদ মাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ভ্যান ক্লাভেরেন বলেন, ‘ইসলাম বিরোধী বইটি লিখতে গিয়ে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানতে হয়, অনেক বিষয় পড়তে হয়। যা আমার ইসলাম সম্পর্কে ধারণা বদলে দেয়।’
একসময় ইসলামকে ‘মিথ্যা’ এবং কোরআন শরিফ'কে ‘বিষাক্ত’ বলে অভিহিত করেন এই ডাচ এমপি, যার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, তার স্ত্রী তার ধর্মান্তরিত হওয়াটাকে মেনে নিয়েছেন। তবে তার মা ব্যাপারটি নিয়ে মোটেই খুশি নন।
২০১৮ সালের নভেম্বরে ইসলাম ধর্মগ্রহণ করেন জোরাম ভ্যান ক্লাভেরেন। তবে গত চার দিন আগে তিনি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।
ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন ভ্যান ক্লাভেরেন। তিনি একই দলের আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করেন। ডোর্নও ইসলাম ধর্মগ্রহণ করেন।
কেপি