শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


‘সব মসজিদ ধ্বংসে’র গান গেয়ে গ্রেফতার মালাওয়ের কণ্ঠশিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম বিদ্বেষী গান লেখা, সুর করা ও গাওয়ার অভিযোগে মালাওয়ের এক কণ্ঠশিল্পীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মেশো নামের ওই শিল্পী তার এক গানে প্রশ্ন তুলেছেন কেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং মুসলিমরা কেন শূকরের মাংস খান না। শুধু তাই নয়; ওই গানে তিনি পৃথিবীর সব মসজিদ ধ্বংশের ‘পরামর্শ’ দিয়ে মুসলিমদের শূকর খাওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার বিকালে কম বয়সী এ শিল্পীকে গ্রেফতার করা হয় বলে মালাও পুলিশের মুখপাত্র জেমস কাদাআজেরা নিশ্চিত করেন।

জেমস কাদাআজেরা বলেন, ‘এটা সত্য যে, এই শিল্পী ইসলাম বিদ্বেষী গান লিখছেন, যা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংঘাত ছড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলতে পারে। সেজন্য অভিযোগ পাওয়ার পর পরই তাকে গ্রেফতার করা হয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ