বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের

গণযোগাযোগ অধিদফতর নির্বাচনে সোয়া ২ কোটি টাকা চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণযোগাযোগ অধিদফতর সরকারি অর্থে নির্বাচনী প্রচার চালাবে। প্রচারণার কর্মকৌশল ও খরচের খাতওয়ারি পরিকল্পনা নির্বাচন কমিশনে জমা দিয়েছে অধিদফতরটি। ৩ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি ইসিতে দেয়া হয় বলে জানা যায়।

গণযোগাযোগ অধিদফত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত ২ ডিসেম্বর সভায় সরকারিভাবে নির্বাচনী প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও পার্বত্য অঞ্চলে উপজেলা পর্যায়ে ৪ তথ্য অফিসসহ ৬৮ তথ্য অফিসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য দ্রুত কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দের প্রস্তাবতা পাঠাতে বলা হয়।

এ নির্দেশনার আলোকে গণযোগাযোগ অধিদফতর এরমধ্যে তাদের পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে। সূত্র মতে, চারটি পন্থায় নির্বাচন প্রচারণা চালাবে অধিদফতর। এগুলো হলো- সড়ক প্রচার বা মাইকিং, উদ্ধুদ্ধকরণ চলচিত্র প্রদশর্নী, উদ্ধুদ্ধকরণ সংগীতানুষ্ঠান এবং পোস্টার, লিফলেট বিতরণ ও প্রদর্শন।

প্রতিটি জেলায় মাকিং করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। প্রতিদিনের মাইকিং ৩০ হাজার হিসেবে পনের দিনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ৩০ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধুদ্ধকরণ চলচিত্র প্রদর্শনে প্রতিবার খরচ ধরা হয়েছে ৪ হাজার টাকা। এ হিসাবে ১৫ দিনের বরাদ্দ চাওয়া হয়েছে ৪০ লাখ ৮০ হাজার টাকা।

উদ্ধুদ্ধকরণ সংগীতানুষ্ঠানে আয়োজনে প্রতিবার খচর ধরা হয়েছে ২০ হাজার টাকা । ৫ দফায় এ খাতে খরচ হবে ৬৮ লাখ টাকা। পোস্টার, লিফলেট বিতরণ ও প্রদর্শন খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। সব মিলিয়ে দেখানো হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা।

এ বরাদ্ধের বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার বলেন, আমরা গণযোগাযোগ অধিদফতরের কর্ম পরিকল্পনা ও বাজেট পেয়েছি। আগামী দু-তিনদিনের মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ