রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

তাবলিগের সঙ্কট নিরসনে প্রতিনিধিগণ দেওবন্দ যাচ্ছেন কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের চলমান সমস্যা নিরসনের একটি প্রতিনিধি টিম শিগগির দারু দেওবন্দ যাওয়ার সিদ্ধান্ত হলেও এখনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে প্রতিনিধিদের সবাই শিগগির দেওবন্দ যাওয়া ও চলমান সমস্যা নিরসনের তাগিদ অনুভব করছেন।

গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বিষয়ে এক বৈঠকে সঙ্কট নিরসনে দারুল উলুম দেওবন্দ যাওয়ার ব্যাপারে ৬ সদস্যের একটি প্রতিনিধি টিম গঠন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় খুব শিগগির প্রতিনিধি টিম দেওবন্দ যাবে।

তবে ১০ দিন পার হয়ে গেলেও প্রতিনিধি টিম এখনো দেওবন্দ যাওয়ার বিষয়ে তারিখ চূড়ান্ত হয়নি।

এদিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ডিসেম্বর মাসের জোড় উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে কাকরাইল। তাবলিগের সাথীদের সাথে উলামায়ে কেরামও মাঠ প্রস্তুতির কাজ করছেন। তবে নিযামুদ্দিনের অনুসারীরাও জোড়ের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। যে কারণে দেওবন্দের সিদ্ধান্ত দ্রুত আসা উচিত বলে মনে করছেন উলামায়ে কেরাম।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি টিমের সদস্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ আওয়ার ইসলামকে বলেন, আজ এ বিষয়ে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে যেন সবার সঙ্গে আলোচনা করে দ্রুত সময় নির্ধারণ করেন।

তিনি বলেন, আমরা সবাই অনুভব করছি দ্রুত যাওয়া দরকার, কারণ কয়েকদিনের মধ্যে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে যাবে পুুরো দমে, তখন সবার ব্যস্ততা বাড়বে।

একই বিষয়ে জানতে চাইলে টিমের অপর সদস্য আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, এ বিষয়ে সরকারি একটি আদেশ হওয়া দরকার। কখন কিভাবে যাওয়া হবে এগুলোর বিষয়ে একটি আদেশ না হলে তো যাওয়া যায় না।

তবে জোর ও ইজতেমা যেহেতু নিকটে তাই দ্রুত যাওয়া ও সঙ্কট নিরসন হওয়া দরকার বলে মনে করি।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গত ১৫ নভেম্বর তাবলিগের উভয় পক্ষের বৈঠকে চলমান সঙ্কট নিরসনে দেওবন্দ যাওয়ার জন্য ৬ সদস্যের কমিটি করা হয়।

কমিটিতে রয়েছেন, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

পেছাতে পারে বিশ্ব ইজতেমা; দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ