বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


স্ত্রীকে দেখতে এসে লাশ হলেন জামাই, শ্বশুর-শাশুড়ি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবলের হাওর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রউয়াইল গ্রামের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হবিগঞ্জ শহরের উমেদনগরের মৃত আকল মিয়ার ছেলে কাউছার মিয়া।নিহত কাউছার শহরের শায়েস্তানগর মাছ বাজারে শ্রমিকের কাজ করতেন।এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ৪ বছর আগে কাউছার মিয়া সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের মকসুদ আলীর মেয়ে সুখবানুকে ভালবেসে বিয়ে করেন।

সম্প্রতি সুখবানু বাবার বাড়িতে বেড়াতে যান। স্ত্রীকে দেখার জন্য গত সোমবার রাতে কাউছার মিয়া শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সকালে ঘুম থেকে উঠে সুখবানু দেখেন তার স্বামী ঘরে নেই।

সুখবানুর বাবা মকসুদ আলী তাকে জানান, তোর স্বামী রাতে গাছের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। আমরা নিজেরা বাঁচার জন্য তার লাশ গুম করে ফেলেছি। কাউকে বিষয়টি না জানাতে বলেন তিনি।

ঘটনার ৪ দিন পর পৌর কাউন্সিলরে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সামনে গোমড় ফাঁস করেন সুখবানু। তিনি বিষয়টি থানায় জানান। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হাওর থেকে কাউছারের শ্বশুর মকসুদ আলী ও শাশুড়ি খয়রুনেচ্ছা বেগমকে আটক করে জিজ্ঞাসবাদ করে। তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাহুবলের রউয়াইল হাওর থেকে কাউছারের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করা হয়।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  সভাপতিকে না জানিয়েই মুসলিম লীগের কাউন্সিলের অভিযোগ

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ