বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বসবাসের জন্য দ্বিতীয় সর্বোচ্চ অযোগ্য শহর হিসেবে উঠে এসেছে ঢাকার নাম। ‘দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট’ এর বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে সিরিয়ার দামেস্ক শহর।

রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার চেয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসের অবস্থা বেশি খারাপ। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানা, ইরাকের রাজধানী বাগদাদ ও আফগানিস্তানের রাজধানী কাবুলের অবস্থা ভালো।

প্রসঙ্গত, বিগত বছর প্রকাশিত ‘দ্য গ্লোবাল লিভেবিলিটি রিপোর্ট ২০১৭’-তে বিশ্বের বাস-অযোগ্য শহরের তালিকায় ঢাকা ৪র্থ অবস্থানে ছিল।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে শীর্ষ স্থান অর্জন করল।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

২০১৮ সালে বাসযোগ্য শহরের তালিকায় থাকা অন্যগুলো হলো- মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ওসাকা, জাপান, ক্যালগেরি, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, ভ্যাঙ্কুভার, কানাডা, টোকিও, জাপান, টরোন্টো, কানাডা, কোপেনহেগেন, ডেনমার্ক, অ্যাডিলেড ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক, আর নাইজেরিয়ার লাগোস তালিকায় তৃতীয়, পাকিস্তানের করাচি চতুর্থ এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরিসবে পঞ্চম স্থানে রয়েছে।

আরও পড়ুন: আরও এক মামলায় খালেদার জামিন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ