রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


এবার মেসির জন্য আরেক যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মেসি, আমার জীবন তোমার জন্য, বিশ্বকাপ তোমার হাতে দেখার অপেক্ষা করছি’ এমনই বার্তা লিখে আত্মহত্যা করেছেন ভারতের এক ব্যক্তি।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ০-৩ গোলে হারার পর হতাশায় বাড়ি ছাড়েন ভারতীয় যুবক দিনু জোসেফ (৩০)। রোববার তার লাশ কেরালা রাজ্য থেকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, আর্জেন্টিনা হারার পর তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার ঘর থেকে উদ্ধার হওয়া একটি বইয়ে ‘মেসি, আমার জীবন তোমার জন্য, বিশ্বকাপ তোমার হাতে দেখার অপেক্ষা করছি’ লেখা ছিল।

আরেক জায়গায় লেখা ছিল, ‘আমার দল তাদের যাত্রা শুরু করল, সঙ্গে আমার জীবন। এবার আমি জিতবই’।

এ সময় একই জায়গা থেকে দিনুর একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘এ বিশ্বে আমার আর কিছু দেখার নেই। চললাম… আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

দিনু জোসেফ বেসরকারি একটি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন।

তার বাবা জানান, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অন্ধ ভক্ত তার ছেলে। ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর প্রচণ্ড দুঃখ পায় সে। এ কারণেই আত্মহত্যা করে দিনু।

রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ