বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

তামাকজাত পণ্যের দাম বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেট, বিড়ি, জর্দা ও গুলসহ তামাকজাত দ্রব্যের ওপর মূল্য নির্বিশেষে সমহারে কর নিরূপণ করায় আগামী ২০১৮-১৯ অর্থবছর থেকে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পাবে।

আজ জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। তিনি বলেন,‘ বিশ্বব্যাপী দেশসমূহে ধূমপানবিরোধী নীতি তামাকের ব্যবহার কমানো, স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও রাজস্ব আদায় বৃদ্ধি এই সেক্টরে এখন বড় চ্যালেঞ্জ।’

মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে এনবিআর তামাকজাত পণ্যের ওপর মূল্য নির্বিশেষে সমহারে কর নিরূপণ করছে এবং সরকার ক্রমান্বয়ে তার লক্ষ্যে পৌঁছবে।

মুহিত নিন্মমানের ১০কাঠি সিগারেটের দাম ৩২ টাকা করা এবং তদুর্ধ্বে করার প্রস্তাব করেন, এতে সম্পূরক শুল্ক কর ৫৫ শতাংশে বৃদ্ধি পাবে।

তিনি মধ্যম মানের ১০টি সিগারেটের মূল্য ৪৮ টাকা করা এবং সম্পূরক শুল্ক কর ৬৫ শতাংশ করার প্রস্তাব দেন।

একইভাবে অর্থমন্ত্রী উঁচুমানের ১০ সিগারেটের দাম ৭৫ ও ১০১টাকা করার প্রস্তাব দেন, যেখানে সম্পুরক কর বিদ্যমান ৬৫ শতাংশ রাখা হবে।

সিগারেটের চেয়ে বিড়ি বেশি ক্ষতিকর এ কথা উল্লেখ করে মুহিত বলেন,আগামী ২/৩ বছরের মধ্যে বিড়ির উৎপাদন বন্ধ করে দেবে বলে সরকার গত বছর সিদ্ধান্ত নিয়েছে।

তাই আমরা এ বছর বিড়ির দাম বাড়াব না। তবে ২০টি বিড়ির বিদ্যমান মূল্য ১২ টাকার স্থলে ১৫ টাকা করা হবে ।

আরো পড়ুন- স্বাধীনতার পর থেকে এক নজরে বাজেটের ইতিহাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ