শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

কেন তরুণরা ফেসবুক থেকে সরে যাচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম 

সামাজিক যোগাযোগের জন্য ১৩ থেকে ১৭ বছরের কিশোর তরুণদের মধ্যে ফেসবুক এখন আর সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম নয়। তালিকার প্রথম তিনটির মধ্যেও ফেসবুক এখন আর নেই।এমনটাই দাবি করছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

আমেরিকায় কিশোর তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের অবস্থান এখন চতুর্থ। তবে ৫১ শতাংশ তরুণ-তরুণী এখনও ফেসবুক ব্যবহার করছে। ২০১৫ সাল থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশ কমেছে।

গবেষণায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নয় ইউটিউব, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের প্রতি ঝুকছে তরুণরা

এ বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলছেন, গত বছরের শেষ তিন মাসে ফেসবুক ব্যবহারে ৫ কোটি ঘণ্টা সময় কমেছে। তবে ভিডিওর সংখ্যা কমানোর ফলে এটি হয়েছে বলে দাবি করেন জাকারবার্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের প্রবণতা নিয়ে গবেষণা করেন আমেরিকার কানসাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুনজিন সো।

কেন তরুণরা ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের দিকে ঝুঁকছে তার কতগুলো কারণ তিনি ব্যাখ্যা করেন- বিভিন্ন বয়সের মানুষ এখন ফেসবুক ব্যবহার করে।

বিশেষ করে তরুণদের বাবা-মা এবং গুরুজনদের অবস্থানের কারণে অনেক তরুণ-তরুণী এই প্লাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগের জন্য অনেকে আর ফেসবুক ব্যবহার করে না।

অনেক তরুণ জানান, তাদের সমবয়সী স্বজদের দেখার জন্য তারা ফেসবুকে ছবি পোস্ট করেন।

ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের ক্রমবর্ধমান জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে, এসব প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিওর প্রাধান্য।

তবে তরুণদের মধ্যে ফেসবুকের গ্রহণযোগ্যতা হারালেও, সামগ্রিকভাবে এখনও ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১৮ সালের প্রথম তিন মাসে নতুন চার কোটি ৮০ লাখ মানুষ প্রতিদিন ফেসবুকে ঢুকছে।

তবে তরুণদের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামের মালিকানাও এখন ফেসবুকের হাতেই।

অঅরও পড়ুন : ফেসবুক-ওয়াটসঅ্যাপ ব্যবহারেও কর!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ