বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

চট্টগ্রামে কথিত পীরের নাম করে ব্ল্যাকমেইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবিব: দীর্ঘ রাত হঠাৎ আপনার মোবাইল ফোনে বেজে উঠবে একটি কল! রিসিভ করবেন তখনই একজন উচ্চস্বরে সালাম দিয়ে উঠবেন কল করা সেই ব্যক্তি।

এরপর আপনাকে একেক করে অবান্তর প্রশ্ন করে যাবেন কথিত পীর নামের সেই ব্যক্তির পরিচয় যদি আপনি যানতে চান তাহলে তিনি আপনাকে উত্তরে বলবে কোনো এক মাজারের পীর।

এরপর বিভিন্ন কথা বলে আপনার মন ভুলিয়ে নিবে। কিছুক্ষণ পর আপনাকে একটি বিকাশ নম্বর পাঠাবে আর সেই নম্বরে আপনাকে মোটা অংকের টাকা দিতে বলবে!

টাকা দিতে অস্বীকার করলেই আপনাকে সে অভিশাপ আরো অশালীন ভাষা'য় কথা বলবে।

এমন একটি চক্রের সন্ধান মিলেছে চট্টগ্রাম নগরীতে। নগরীর বায়েজিদ থানার বাসিন্দা উম্মে হাবীবা নামের এক তরুণী আওয়ার ইসলামকে জানান, বিভিন্ন সময় মধ্যরাতে কল করে সেই কথিত পীর এক সময় অশালীন ভাষা'য় বলে তাকে অভিশাপ দেয় এবং তার সামনে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে। এর পর একটি বিকাশ নম্বরে নগদ দশ হাজার টাকা পাঠানোর আদেশ দেন। বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে তারা তদন্ত করার আশস্ত করেন বলে জানান ওই তরুণী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা আওয়ার ইসলামকে বলেন, এই ধরনের কয়েকটি চক্রের অনুসন্ধান পাওয়া গেছে, আমরা শিগগির তাদের গেপ্তারের প্রচেষ্টা করছি।

পীর বা উস্তাদের সামনে হাঁটবেন না পেছনে; ইসলাম কী বলে?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ