মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

মাদারীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুরে মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলায় আপন মামা ও সৎ ভাইসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর কোর্টের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ বলেন, আজ দুপু্রে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এই আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে ব্যবসায়ী সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সোহেল শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে।

এই ঘটনায় পরের দিন শিবচর থানায় নিহতের বাবা মো. সিদ্দিক মল্লিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে সোহেলের আপন মামা আবদুল খালেক হাওলাদার, মিজানুর রহমান, শাহিন হাওলাদার ও সৎ ভাই আল-আমিন খানকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ।

উল্লেথ্য, আসামিরা গ্রেফতার হলেও জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ