বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া ৩ জনকে তুলে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া তিন নেতাকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুরে সংবাদ সম্মেলন করে ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। খবর এনটিভির

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক হাসান আল মামুন মিডিয়ার কাছে দাবি করেছেন, ‘পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, ফারুক হাসান ও রাশেদ খানকে সাদা পোশাকের পুলিশ একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।’

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের থেকে সংবাদ সম্মেলন করা হয় করে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং দৈনিক ইত্তেফাকে মিথ্যা সংবাদ পরিবেশন করায় ক্ষমা চাইতে বলা হয়।

আগামী দুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, তা প্রত্যাহার না করলে ছাত্রসমাজ আবার আন্দোলনে নামবে বলেও ঘোষণা দেন তারা।

জানা যায়, সংবাদ সম্মেলনের পর পরিষদের নেতারা ঢামেক হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান এবং সেখান থেকে বেরিয়ে আসার পথেই তিন নেতাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‘দৈনিক ইত্তেফাককে ৫টার মধ্যে ক্ষমা চাইতে বলল শিক্ষার্থীরা’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ