মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পৃথীবির একমাত্র মসজিদ যার নাম আল্লাহ নিজেই রাখেন নতুন ভূমি আইনে যে অপরাধ গুলো করলে ৭ বছরের কারাদণ্ড জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় বিপদ! বিশেষজ্ঞদের পরামর্শ যারা ফ্যাসিস্টকে ফেরাতে চান তাদের তালিকা শিবিরের কাছে রয়েছে: জাহিদুল ইসলাম "হামাস থেকে মুক্তির পর ইসরায়েলে ধর্ষণের শিকার শেম" পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ! সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের নামে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার ৪৫ পাকিস্তানের যে ‘গোপন অস্ত্র’ ঘুম কেড়ে নিচ্ছে ভারতীয়দের! এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে ইসলামপন্থীদের!

কুরআনকে সতর্কতার সাথে আগলে রাখতে হবে: উত্তরায় দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুরআনকে খুব সতর্কতার সাথে আগলে রাখতে হবে। হিফজ রাখতে হবে। উত্তরা ১৪ নম্বর সেক্টর বায়তুল আমান জামে মসজিদে মাওলানা আহমাদ আলী সাহেবের সাহেবজাদা মুহাম্মদ এর নয় মাসে হাফেজ হওয়ায় শুকরানা মাহফিলে বয়ান কালে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা হযরত মাওলানা নোমান কাসেমী দা.বা. এই কথা বলেন।

তিনি আরো বলেন আজ অত্যন্ত আনন্দের একটি দিন। মুফতি আহমাদ আলী সাহেবের সাহেব জাদা কুরআনুল কারীম হিফজ করেছে। আরো শুকরিয়ার বিষয় ছোট্ট মুহাম্মদ নয় মাসে পুরো কুরআন মুখস্থ করেছে। সাধারণভাবে কুরআন হিফজ করতে তিন বছর সময়ের প্রয়োজন হলেও মুহাম্মদ নয় মাসে হিফজ করেছে। এটা অবশ্যই আল্লাহর ভর রহমত আর দয়াই সম্ভব হয়েছে।

বর্তমান সময়ে কুরআন মানুষের হৃদয় থেকে উটের থেকে ও দ্রুত ছুটে যাচ্ছে। কুরআনকে সংরক্ষণ ও আগলে রাখতে হবে। আক্রে ধরে হৃদয়ে সংরক্ষিত রাখতে হবে। যার যতটুকু হিফজ আছে ততটুকুকে সংরক্ষণ করতে হবে।

আরব দেশে উট বেঁধে রেখে মালিক চলে যাওয়ার পরই রশি ছাড়িয়ে পালিয়ে যায় উট। তাই উটের রশি মালিকরা তাদের পায়ে বেঁধে রাখত। যাতে উট পালাতে না পারে। তাদের থেকেও সতর্কতার সাথে কুরআন সংরক্ষণ করতে হবে আমাদের। আল্লাহ আমাদের কে কুরআন সংরক্ষণ ও কুরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী জিন্দেগী যাপন করার তাওফিক দান করুন।

মাহফিলে দেশের বড় বড় আলেমে দীন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা।

উল্লেখ্য, দেওবন্দ মাদারসার মুহতামিম হযরত কয়েকদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ