মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ফরিদপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

আজ (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মালিগ্রাম থেকে ভাঙ্গাগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও তিন যাত্রীসহ পাঁচজন নিহত হয়।

এদের মধ্যে প্রাথমিকভাবে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চালক মালিগ্রামের সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫), ভাঙ্গা পৌর সভার চৌধুরীকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ