মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদ-দীন সমাজ কল্যাণ পরিষদের ব্যবাস্থপনায় ৪ ফেব্রয়ারি রোববার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন।

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার চুন্টা সরাইল ভুইশ্বর বাজার এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ায় দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ায় ২ আসনের মাননীয় সংসদ সদস্য এড. মো. জিয়াউল হক মৃধা।

কেরাত সম্মেলনে দোয়া পরিচালনা করবেন জামেয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মুফতি মুহসিনুল করিম।

সম্মেলনে কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সহ-সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), কারী সাইয়্যিদ  ‍মুহাম্মদ জাওয়াদ হুসাইনী (ইরান), কারী মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজ্বী (মিসর), কারী মুহাম্মদ তৈয়্যব জামাল (ভারত)।

আদ-দীন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি জাকারিয়া কাসেমীর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন মাওলানা হুসাইন আহমাদ যুক্তিশাহী, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি আবু তাহের, মুফতি কবির আহমাদ, মাওলানা সামসুদ্দীন রহমানী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উকিল আব্দুস সাত্তার ভূঞা, কাজী মামুনুর রশিদ, মুহাম্মদ হাতিমবাদশা, মুহাম্মদ সিরাজুল হক, এড.মুখলেছুর রহমান, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহ জাহান, মোশাররফ হোসেন ভূঞা, মুহ্ম্মদ মলাই মিয়া, মুহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ।

পরিচালনা করবেন হাফেজ মাওলানা নয়েব আলী ও মাওলানা মুফতি নোমান।

এসএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ