রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

আগামী ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ  জামিয়া মাহমুদিয়ার বার্ষিক ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ আবদুল্লাহ: মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান কর্তৃক নিজ জন্মস্থান ময়মনসিংহের চরখরিচায় প্রতিষ্ঠিত জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার খতমে করআনে কারীম ও খতমে বুখারী শরীফ উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার সকাল ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত জামিয়া ময়দানে শুরু হবে বার্ষিক ওয়াজ মাহফিল।

ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ হলেন, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ মাখযানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, যাত্রাবাড়ি মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আনওয়ারুল হক, ময়মনসিংহ বালিয়া মাদরাসার শায়খুল হাদীস  মাওলানা এমদাদুল হক, বসুন্ধরা ইসলামি রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি আরশাদ রহমানী, ময়মনসিংহ বালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আইন উদ্দিন,  ঢাকা শায়েখ যাকারিয়া রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিযানুর রহমান সাঈদ, ময়মনসিংহ বড় মসজিদ

মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হক, গাজীপুর দাওয়াতুর হক মাদরাসার মুহতামিম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ময়মনসিংহ মিফতাহু উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি আহমদ আলী, মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার (প্রধান মুফতি) মুফতি ফজলুল হক, ঢাকা জামিয়া রহমানিয়ার মুহতামিম মুফতি মাহফুজুল হক, ময়মনসিংহ জামিয়াতুস সুন্নাহ মাদরাসা শায়খুল হাদিস মাওলানা মফিজ  উদ্দিন, ঢাকা গাউসুল আজম মসজিদের খতীব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও ঢাকা মারকাযুত তাকওয়া ইসলামি রিসার্চ সেন্টারের পরিচালক  মুফতি হাবিবুর রহমান মিছবাহ প্রমুখG

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুর হাসান মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।

আফতাবনগরে আন্তর্জাতিক মহাসম্মেলন; বরেণ্য আলেমদের মিলনমেলা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ