বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

ঢাকা শহরের ১০ অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেউ বলেন আজব শহর, কেউ জাদুর শহর।

রাজধানী শহর ঢাকা আসলেই বৈচিত্র্যময় শহর।

বৈচিত্র্যময় এই শহর সম্পর্কে ১০টি অজানা তথ্য জানাচ্ছেন ঢাকা নিবাসী লেখক মো. মিকসেতু

১. যে শহরের ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের খাবারদাবার কোনো কিছুই ঢাকা থাকে না, তাকে ঢাকা শহর বলে।

২. পৃথিবীর সব শহরেই দূরত্বের একক ‘মিটার’ হলেও ঢাকা শহরে দূরত্বের একক ‘সময়’। কেউ যদি বলে, ‘ভাই, মিরপুর থেকে সদরঘাট কত দূর?’ উত্তর আসে, ‘এই তো, জ্যাম না থাকলে ঘণ্টাখানেক আর মোটামুটি জ্যাম থাকলে তিন ঘণ্টা।’

৩. পৃথিবীতে ঢাকাই একমাত্র শহর, যে শহরে একটা আস্ত ‘সংবর্ধনা রোড’ আছে। যে রোড ইচ্ছেমতো ব্লক করে যখন-তখন যাকে-তাকে সংবর্ধনা দেওয়া যায়। যদিও রোডটি আপাতত ‘এয়ারপোর্ট রোড’ নামে পরিচিত।

৪. সব শহরের মতো ঢাকা শহরের রাস্তায়ও ট্র্যাফিক লাইট আছে। তবে ঢাকা শহরের রাস্তার বিশেষত্ব হচ্ছে, ট্র্যাফিক লাইট থাকার পরও রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য ট্র্যাফিক পুলিশ আছে।

৫. ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট ও ট্র্যাফিক পুলিশ আছে। তারপরও রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন আটকে রাখতে হয়।

৬. ঢাকা শহরের লোকজন এক-দেড় লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের পাশাপাশি শহরের ফুটপাতও অলিখিতভাবে কিনে নেয়। ফলে নিজের কেনা ফুটপাত দিয়ে ইচ্ছেমতো মোটরসাইকেল চালায় তারা।

৭. ঢাকা শহরের যে জায়গাটা সব সময় গাড়ি-ঘোড়া, হকার এবং নানা ধরনের মানুষে ভরা থাকে, সেই জায়গাটার নাম ‘মহাখালী’।

৮. ‘ঢাকায় টাকা ওড়ে’—এমন গুজব শোনা গেলেও বাস্তবে ধুলাবালু ছাড়া আর কিছু উড়তে দেখা যায় না।

৯. ঢাকায় এক টাকায় এক গ্লাস খাওয়ার পানি পাওয়া যায়। আবার সেই পানি ছাড়তে গেলে পাঁচ টাকা লাগে!

১০. ঢাকা একমাত্র শহর, যেখানে দুই-আড়াই কোটি মানুষের পাশাপাশি ভূতও বাস করে। ভূতদের খাওয়াদাওয়ার জন্য তাদের নামে রেস্তোরাঁ এবং চলাফেরার জন্য তাদের নামে বিশেষ গলিও আছে। সূত্র: প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ