রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

ঢাকা শহরের ১০ অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেউ বলেন আজব শহর, কেউ জাদুর শহর।

রাজধানী শহর ঢাকা আসলেই বৈচিত্র্যময় শহর।

বৈচিত্র্যময় এই শহর সম্পর্কে ১০টি অজানা তথ্য জানাচ্ছেন ঢাকা নিবাসী লেখক মো. মিকসেতু

১. যে শহরের ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের খাবারদাবার কোনো কিছুই ঢাকা থাকে না, তাকে ঢাকা শহর বলে।

২. পৃথিবীর সব শহরেই দূরত্বের একক ‘মিটার’ হলেও ঢাকা শহরে দূরত্বের একক ‘সময়’। কেউ যদি বলে, ‘ভাই, মিরপুর থেকে সদরঘাট কত দূর?’ উত্তর আসে, ‘এই তো, জ্যাম না থাকলে ঘণ্টাখানেক আর মোটামুটি জ্যাম থাকলে তিন ঘণ্টা।’

৩. পৃথিবীতে ঢাকাই একমাত্র শহর, যে শহরে একটা আস্ত ‘সংবর্ধনা রোড’ আছে। যে রোড ইচ্ছেমতো ব্লক করে যখন-তখন যাকে-তাকে সংবর্ধনা দেওয়া যায়। যদিও রোডটি আপাতত ‘এয়ারপোর্ট রোড’ নামে পরিচিত।

৪. সব শহরের মতো ঢাকা শহরের রাস্তায়ও ট্র্যাফিক লাইট আছে। তবে ঢাকা শহরের রাস্তার বিশেষত্ব হচ্ছে, ট্র্যাফিক লাইট থাকার পরও রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য ট্র্যাফিক পুলিশ আছে।

৫. ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট ও ট্র্যাফিক পুলিশ আছে। তারপরও রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন আটকে রাখতে হয়।

৬. ঢাকা শহরের লোকজন এক-দেড় লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের পাশাপাশি শহরের ফুটপাতও অলিখিতভাবে কিনে নেয়। ফলে নিজের কেনা ফুটপাত দিয়ে ইচ্ছেমতো মোটরসাইকেল চালায় তারা।

৭. ঢাকা শহরের যে জায়গাটা সব সময় গাড়ি-ঘোড়া, হকার এবং নানা ধরনের মানুষে ভরা থাকে, সেই জায়গাটার নাম ‘মহাখালী’।

৮. ‘ঢাকায় টাকা ওড়ে’—এমন গুজব শোনা গেলেও বাস্তবে ধুলাবালু ছাড়া আর কিছু উড়তে দেখা যায় না।

৯. ঢাকায় এক টাকায় এক গ্লাস খাওয়ার পানি পাওয়া যায়। আবার সেই পানি ছাড়তে গেলে পাঁচ টাকা লাগে!

১০. ঢাকা একমাত্র শহর, যেখানে দুই-আড়াই কোটি মানুষের পাশাপাশি ভূতও বাস করে। ভূতদের খাওয়াদাওয়ার জন্য তাদের নামে রেস্তোরাঁ এবং চলাফেরার জন্য তাদের নামে বিশেষ গলিও আছে। সূত্র: প্রথম আলো


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ