বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামা একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর ১ নম্বর সংলগ্ন চিড়িয়াখানা রোডের ঈদগাহ এলাকায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন থেকে সি ওয়ান কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। আজ তারা ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। ওই সময় ইটের আঘাতে পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত হতে দেখা গেছে। আরও ১২ জনের মতো আহত হয়েছেন। এরপর শুরু হয় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া।

এ ব্যাপারে শাহআলী থানার ওসি আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন একটি গার্মেন্টের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন।

শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসান। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে থেমে থেমে বিক্ষোভ করছেন কয়েক শ শ্রমিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ