রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

তিউনিসিয়ার প্রেসিডেন্টের বিকৃত কুরআন তেলাওয়াত; অনুষ্ঠান পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি এক বক্তৃতায় তিউনিসিয়ার প্রেসিডেন্ট বাজি সায়িদ সেবসী পবিত্র কুরআন তিলাওয়াত করার সময় শব্দ বিকৃত করেছেন। যা নিয়ে দেশটিতে সমালোচনা চলছে। বিকৃত ওই তেলাওয়াত করার জন্য তার তাৎক্ষণিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। খবর ইকনার

বাজি সায়িদ সেবসী তার বক্তৃতায় সূরা ইসরাইলের ৮০ নম্বর আয়াত:

وَقُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

এবং বল, ‘হে আমার প্রতিপালক! আমাকে (প্রত্যেক বিষয়ে) সত্য ও কল্যাণের সাথে প্রবেশ করাও এবং (সেখান থেকে) সত্য ও কল্যাণের সাথে বহির্গত কর, আর আমার জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা (আধিপত্য ও প্রমাণ) দান কর।

এই আয়াত তিলাওয়াত করার পর তিনি ৮১ নম্বর আয়াত তিলাওয়াত করেন। ৮১ নম্বর আয়াত তিলাওয়াতের সময়

« وَ قُلْ جَاءَ الْحَقُّ وَ زَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كاَنَ زَهُوقًا »

এবং বল, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় মিথ্যা বিনাশশীল।

এর স্থানে তিনি

« وَ قُلْ جَاءَ الْحَقُّ وَ زَهَقَ الْبَاطِلُ إِنَّ الحق كاَنَ زَهُوقًا »

এবং বল, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় সত্য বিনাশশীল।’  পাঠ করেন।

উল্লেখ্য, তিউনিসিয়ায় সাম্প্রতিক সংকটের ফলে সেদেশের জনগণ মানসিকভাবে ভেঙ্গে পরেছে। জনগণের ধারণা ছিল প্রেসিডেন্টের বক্তৃতার পর তারা মানসিক স্বস্তি ফিরে পাবে। তবে দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্টের বক্তৃতার ফলে তাদের হুমকির সম্মুখীন হতে হয়েছে। আর এরফলে বিরোধীদলে পূর্বের থেকেও অধিক প্রতিবাদ শুরু করেছে।

আমেরিকাবাসী! বাবার বদলা নিতে আমি আসছি: লাদেনপুত্রের চিঠি

২ জন মুফতি শিক্ষক আবশ্যক

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ