শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

সবচেয়ে সুন্দর মহিষ খুঁজে বের করার প্রতিযোগিতা পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সবচেয়ে সুন্দর আজিখেলি জাতের মহিষ খোঁজার প্রতিযোগিতা শুরু হযেছে। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ২০০ টি প্রাণী।

উত্তরাঞ্চলীয় সোয়াত অঞ্চলের রাজধানী, মিনগোরাতে কৃষক এবং মেষ পালকেরা তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়। মেষের এই জাতটি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রতিযোগিতার অর্থায়ন করে মার্কিন সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা, ইউএসএআইড। প্রথম পুরস্কার বিজয়ীকে ৭৫ হাজার রুপি দেয়া হয়।

পুরস্কারটি জেতেন লাইক বদর, যিনি নিজের মহিষের পাল নিয়ে বেশ খুশি। ‘আমার একই জাতের ১০ টা মহিষ আছে। এ দিয়েই আমার জীবন চলে। আজ আমার মহিষ প্রথম পুরস্কার জেতায় আমি খুবই খুশি’- পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন মি. বদর।

অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানকে দেয়া এক সাক্ষাতকারে পশুসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, মহিবুল্লা খান বলন, আজিখেলি জাতের মহিষ প্রায় বিলুপ্তির পথে রয়েছে। এবং এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই "মানুষকে এই জাতটি এবং সুন্দর এ প্রাণীটির লালন-পালন সম্পর্কে সচেতন করে তোলা"। প্রথমবারের মত পাকিস্তানে এধরণের মহিষ সৌন্দর্য্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

আজিখেলি মহিষ শুধুমাত্র সোয়াতেই পাওয়া যায় এবং একমাত্র এই জাতের মহিষই ঐ অঞ্চলের ঠাণ্ডা আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে। যেকারণে, অন্যান্য জাতের মহিষের মত শীতকাল আসার আগে এই মহিষগুলোকে বিক্রি বা জবাই করতে হয় না।

ডন পত্রিকার ভাষ্য অনুযায়ী, মিনগোরা সৌন্দর্য্য প্রতিযোগিতায় বিশেষজ্ঞরা বলেছেন যে এই জাতের মহিষ শুধুমাত্র সুন্দরই নয় `বরং এই মহিষদের দুধ এবং মাংসও অন্যদের চেয়ে ভাল'।

-বিবিসি

ইসরাইল মানবতার দুশমন: পিয়ংইয়ং


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ