রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত ২০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nirbachanআওয়ার ইসলাম: রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত ১২৫ নাম থেকে ইসি গঠনে ২০ জনের তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। তালিকায় বরণ্যে শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও বিশিষ্টজন রয়েছেন।

গত বৃহস্পতিবারের বৈঠকে সার্চ কমিটি ২০ জনের তালিকা যাচাই বাছাই করেন। তালিকায় রয়েছেন, সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. সাদাত হুসাইন, আলি ইমাম মজুমদার, সাবেক মূখ্য সচিব মো: আব্দুল করিম, মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নুর মোহাম্মদ, শিক্ষাবিদ তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশন সচিব এবং স্বাস্থ্য সচিব হুমায়ন কবির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাখাওয়াত হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয়া ভট্টাচার্য, শিক্ষাবিদ ড. সাদেকা হালিম, সাবেক এলজিআরডি সিনিয়র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনজুর হোসেন, সাবেক নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জেসমিন তুলি, সাবেক জেলা ও দায়রা জজ এমএ গফুর, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) দানিয়েল ইসলাম, বিশিষ্ট আইনজ্ঞ ড. স্বাধীন মালিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাসিম আকতার হোসেন, সাবেক এনবিআর সদস্য রাহেলা চৌধুরী, সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর খোরশেদ আলম, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী এবং উচ্চপদস্থ নৌসেনাপতি (অব:) ওয়াহিদ চৌধুরী।

এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আখতার।

গঠিত সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠকে বসে। প্রথম সভায় নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচজন করে নাম দিতে বলে। এ ছাড়া সার্চ কমিটি ১৬ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে ইসি গঠনে তাদের মতামত নেয়।

এর আগে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল নাম জমা দেয়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ এই দলগুলো পাঁচটি করে নাম জমা দিয়েছে বলে জানা গেছে। দু’টি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ উল্লেখ করেছে। আর নাম বা কোনো চিঠি দেয়নি এমন চারটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ