মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ishak-kaderআওয়ার ইসলাম: গত দু’দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ৩১ জন রোহিঙ্গা মুসলিম গ্রামবাসী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বলেছেন, সাধারণ গ্রামবাসীর উপর মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার গানশিপ ব্যবহার, নির্বিাচার গুলিবর্ষন, শত শত বাড়ী-ঘর জ্বালিয়ে দেয়া এবং দু’দিনে অন্তত ৩১ জন রোহিঙ্গা মুসলিম গ্রামবাসীকে হত্যার ঘটনা গণহত্যার শামিল।

তারা বলেন, বিবিসি, আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে গত দু’দিনে রাখাইন রাজ্যে ৩১ জন রোহিঙ্গা গ্রামবাসীকে হত্যার পাশাপাশি শতশত ঘর-বাড়ী ধ্বংস করা হয়েছে, মানুষ জীবন বাঁচাতে ঘর-বাড়ী ছেড়ে পালিয়ে যাচ্ছে। এহেন জাতিগত নির্মুল অভিযান, ঘর-বাড়ী ধ্বংস ও গণহত্যা, রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে দেয়া ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। অভিলম্বে এ বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

অপর এক বিবৃতিতে নেতৃদ্বয় সম্প্রতি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সাঁওতাল জনগোষ্ঠীর উপর এ হামলার ঘটনায় সরকার দলীয় প্রভাবশালী মহল জড়িত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সাথে নেতৃদ্বয় আহত ও ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবী করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ